মীর জুবায়ের আলমঃ হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলা গাজীপুর ইউনিয়নে উচমানপুর গ্রামে সন্তান হারা ফজলু মিয়া ফকির নামে এক বৃদ্ধ মানবেতর জীবন যাপন করছে ।সরেজমিন উপস্থিত হয়ে জানাযায় মোঃ ফজলু মিয়া ফকির দীর্ঘ দিন ধরে জনপ্রতিনিধি নিকটে দাবি করেও সরকারের বিভিন্ন অনুদান থেকে বঞ্চিত রয়েছে। বিষয়টি হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা দৃষ্টি আর্কষন করে বলেন স্বাবলম্বী দের হাতে বয়স্ক ভাতা, ভিজিডি কার্ডের চাউল ,এবং ১০ টাকা কেজি চাউল রয়েছে, আমাদের মত গরীব অসহায় পরিবারগুলি সেই মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান থেকে বঞ্চিত হয়েছি। অসহায় বৃদ্ধ লোকটি বলেন আমার জীবনের শেষ মহুরতে যদি হবিগঞ্জ জেলা প্রশাসক মহোদয় আমার প্রতি নজর দেন তাহলে হয়তো দুই মুটু ভাত খেয়ে মৃত্যু করতে পারব।