হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলা ২নং আহম্মদাবাদ ইউনিয়নে তৈগাঁও গ্রামে মোঃ ইউনুছ মিয়া(৫২)আহত হয়।গত ০২/০৩/২১ ইং তারিখে শুক্রবার দিবাগত রাত্রে ১০.০০ ঘটিকায় একই গ্রামে পাশাপাশি বাড়ি নিজ বসত উঠানে গিয়ে জমির সিমানা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেনাবাহিনী সদস্য মোঃ শামিম মিয়া ও তার ভাই মোঃ সাহাব উদ্দিন রাগান্বিত হয়ে বাদী উপর লাঠিসোটা নিয়ে হামলা করে গুরুতর আহত করে স্বামী স্ত্রী উভয় কে । স্হানীয় লোকজন এগিয়ে এসেছেন আহত ইউনিছ মিয়া ও তার স্ত্রী কে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। আহত ইউনুছ মিয়া জানান প্রতিনিয়তই বাড়িতে এসে তার জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করে।সেনা সদস্য শামীম মিয়া প্রতিবেশীদের কে সেনাবাহিনী ক্ষমতার দাপট দেখিয়ে এলাকার আশেপাশের লোকজন কে নির্যাতনে ভুক্তভোগী করে। আজ বিকালে ইউনুছ মিয়া কিছুটা সুস্থ হয়ে শামীম ও তার ভাই সাহাব উদ্দিন কে বিবাদী করে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায় করেন। এব্যাপারে চুনারুঘাট থানা অফিসার ইনর্চাজ আলী আশরাফ সাহেবের নিকট জানতে চাইলে তিনি জানান লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।উল্লিখিত বিষয়ে আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু সাহেবের নিকট জানতে চাইলে তিনি মারামারি বিষয়ে মিমাং করার চেষ্টা করছেন কিন্তূ সেনা সদস্য শামীম মিয়া ও তার ভাই সমাধানের লক্ষে আসেন নাই।