মোহাম্মদ এরশাদ, বাঁশখালী, চট্টগ্রাম প্রতিনিধিঃ বাঁশখালীতে বিদ্যুতের খুঁটিতে কাজ করতে উঠে প্রাণ হারালো মোহাম্মদ মিয়া (৩০) নামের এক ইলেক্ট্রিশিয়ানের।
বুধবার দুপুরে চাম্বল ইউনিয়নের মুন্সীরখীল এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। সন্ধ্যার সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সেই মৃত্যু বরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে বিদ্যুতের খুঁটিতে উঠেন মিয়া।অসাবধানতাবশত খুটির উপরেই বিদ্যুৎস্পৃষ্ট সে মারা যায়। প্রথমে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
এই বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জসিম উদ্দিনের সাথে কথা বললে তিনি বলেন,মরে যাওয়া মিয়া পল্লী বিদ্যুৎতের কোন কর্মকর্তা নয়। তবে সেই পল্লী বিদ্যুৎতের কাজে সে সহায়তা করতেন।