বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পারিবারিক কলহের জের ধরে শিউলী বেগম (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে কসবা ইউনিয়নের উজিরপুর এলাকার আব্দুর রহমানের স্ত্রী। গত কাল সকালে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, বেশ কয়েক বছর থেকে পারিবারিক কলহের জের ধরে তাদের পরিবারে অশান্তি বিরাজ করছিলো। গতকাল (৭ এপ্রিল) সকালে সকলের অজান্তে কিটনাশক (বিষ) পান করে শিউলী ছটফট করতে থাকে। তাৎক্ষণিক পরিবারের লেকজন রহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রোগীর শারীরিক অবস্থা অবনতি হলে, চিকিৎসক সে দিন রাত ৮ টায় রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) হস্তান্তর করে। রাজশাহী যাওয়ার পথে কালহর এলাকায় রাত সাড়ে প্রায় সাড়ে ৯টায় মৃত্যু বরণ করেন। পরিবারের লোকজন ঐ গৃহীনির মরদেহ লাশ বাড়িতে নিয়ে যায়।
নাচোল থানার ওসি সেলিম রেজা মুঠোফোনে জানান, নাচোল থানার তদন্ত ওসি আব্দুল ওহাব ও এসআই নাজমুল ঐ গৃহীনির বাড়িতে গেছিলো। আজ বৃহস্পতিবার ভোরে লাশ থানায় আনা হয়েছিলো ময়নাতদন্তের জন্য। এ মর্মে ইউডিডি মামলা করা হয়েছে।