Logo
শিরোনাম :
কলারোয়াতে ইরি-বোরো ধানে বাম্পার ফলনের সম্ভাবনা ছিঁড়ে নিয়ে গেল সেই আমটি! খুলনা বটিয়াঘাটা প্রেসক্লাবে মিথ্যা মামলার বিরুদ্ধে স্ত্রী ও কন্যার সংবাদ সম্মেলন করোনার দ্বিতীয় ডোজের টিকা নিলেন আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি বগুড়া নিজ এলাকায় রমজানে অসহায় ৩০০ পরিবারের পাশে হিরো আলম পূবাইল প্রেসক্লাবের ত্রি-বার্ষিকী কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জে জেলা কৃষক লীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ইউএনওর নির্দেশে আওয়ামী লীগ আওয়ামীলীগ পিটিয়ে জখমের অভিযোগ বরিশাল বিভাগীয় অনলাইন প্রকাশক ও সম্পাদক পরিষদ কমিটি গঠন শ্রমিক হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ

বসন্তে মহামারী কবিঃ ফজলুল হক

মোঃ সালমান হোসেন সাগর,শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ
এক মুঠো রোদ্দুর এসে উকি দেয়
বসন্ত শেষের জানালায়,
বিষন্ন কাচগুলো আরো ধুসর বিবর্ণ হয়,
আরো ম্লান হয় !
এক চিলতে উঠোন জুড়ে আলোছায়ার খেলা।
ঘনঘোর আঁধারের হাতছানিতে বাড়ে
কালবোশেখির শঙ্কিত আয়োজন।
দূরবর্তী তরুশাখায় প্রণয়ে প্রাঞ্জল ছিলো যে ফিঙ্গের দল,
তারাও পাখনা মেলে নিরুদ্দেশ নিলীমায়।
জানালার কাঁচে অবিরত ঠোট ঠুকে
একজোড়া চঞ্চল চড়ুই।
আমি খুলে বসেছি আমার খেরো হিসাবের বই।

উদাসী দুপুর হাটে বুকের ভেতর,
খা খা চৈত্র নামে অনুভবের প্রান্ত ধরে।
এমনিতরো কত কতো দুপুর পেরুলো দিগন্তের দূরালোকে,
কতো কতো রেশমী বিকেল গত হলো বিষন্ন অনুভবে।
আমি দুপুর পেরিয়ে বিকেল ছুঁয়ে দেখিনি কখনো।
নীলাঞ্জনা বিকেলে জমেনি ভালোবাসার চড়ুইভাতি।

আকাশের প্রান্ত ধরে হেটে হেটে
খুজে ফিরি অনির্বান দীপ,
নিঃসীম আঁধার সরানোর দুঃসাহসে।
তারপর অনিবার্য পতন হয় গহীন কৃষ্ণ গহ্বরে।

কালবোশেখির প্রলয়ে আমার বড্ড ভয়,
বুক কাঁপানো অনুভূতি।

ঝড়ের তাণ্ডব নয়, বাউল বাতাস চাই,
প্রলয়ের ধ্বংস নয়, সাজানো উদ্যান চাই,
ঘনঘোর আঁধার নয়, একমুঠো আলো চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By ThemesWala.Com
error: Content is protected !!