মোঃ রাসেল রানা,
বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুজ্জামান সোহাগকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বহিস্কার করা হয়েছে।
গত ৮ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যার পরে বরগুনা জেলা যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বহিষ্কারাদেশের একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। ওই বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা মুনইম তালুকদারকে দ্বায়িত্ব প্রদান করা হয়।
জানাগেছে, গত ৩১ মার্চ বামনা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার সোনাখালী বাজারে নৌকা প্রতীকের প্রার্থী ও সমর্থকদের লক্ষ করে ককটেল হামলা চালায় দুই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ।
নৌকা প্রতীকের সমর্থক ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় একটি ভবনে অবরুদ্ধ হয়েযায় হামলাকারীরা। পরে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ ওই ভবনটিতে অভিযান পরিচালনা করে উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী তারিকুজ্জামান সোহাগসহ ২০জনকে গ্রেফতার করেন। এসময় ওই ভবন থেকে ককটেল, বোমা তৈরীর সরঞ্জাম ও পিস্তল উদ্ধার করেন তারা। এ ঘটনার ৮দিন পরে যুবলীগের পদ থেকে সোহাগকে বহিষ্কার করে জেলা যুবলীগ।