ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা নিকাহ রেজিস্টার ও কাজি সমিতির ভোট সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের একটি হোটেলে নির্বাচনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্বাচিত করা হয়।
৩ বছরের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার ও কাজী সমিতির ফের সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সেতাউর রহমান, ও সাধারণ সম্পাদক কাজী আব্দুল বারী।
এছাড়াও নির্বাহী সভাপতি পদে কাজী মাহফুজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে কাজী জাফর ইকবাল এবং সাংগঠনিক সম্পাদক পদে কাজী আসির উদ্দিন নির্বাচিত হয়েছেন।