খেলাধুলাফুটবল

যখন বিদায়–ঘণ্টা বাজল জার্মানির

বিবিএস স্পোর্টস ডেস্ক: শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে জার্মানির বিদায় গ্রুপ পর্ব থেকেই। টানা দ্বিতীয়বার। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কাল কোস্টারিকাকে ৪-২ গোলে হারালেও গ্রুপের অন্য ম্যাচে জাপান স্পেনকে ২-১ গোলে হারিয়ে দেওয়ায় বিদায় ঘণ্টা বেজে গেছে তাদের। বিশ্ব ফুটবলের অন্যতম বড় শক্তি জার্মানির বিদায় মুহূর্তের বিভিন্ন দৃশ্যপট নিয়েই সাজানো আমাদের এই ছবির গল্প…

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে টানা দ্বিতীয়বারের মতো বিদায়। কোচ হ্যান্সি ফ্লিক ও কোচিং স্টাফদের মুখচ্ছবিই বলে দিচ্ছে অনুভূতির সবটাছবি: রয়টার্স
বার্লিনের একটি পানশালার দৃশ্য এটি। জার্মানির বিদায়ের পর হতাশ জার্মান ফুটবল-ভক্তরাছবি: রয়টার্স
জার্মানির হয়ে বিশ্বকাপের শেষ ম্যাচটা হয়তো খেলেই ফেললেন ম্যানুয়েল নয়্যারছবি: রয়টার্স
বিদায়ের মুহূর্তে জার্মানির ডাগআউট। হতাশ-বিধ্বস্ত কয়েকটি মুখছবি: রয়টার্স
ভেঙে পড়েছেন জামাল মুসালিয়া। তাঁকে সান্ত্বনা দিচ্ছেন অধিনায়ক নয়্যারছবি: রয়টার্স
স্টেডিয়ামের গ্যালারিতে অশ্রু আটকাতে পারলেন না এক জার্মান-ভক্তছবি: রয়টার্স
অ্যান্তনি রুডিগার নিজেকে আলাদা করেই রাখলেন ম্যাচের পরছবি: এএফপি
টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায়ের অনুভূতি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির ছবি: এএফপি
জার্মান জার্সিকে কি এখন বিদায় বলবেন টমাস মুলার?ছবি: এএফপি
জার্মান সমর্থকের হাতে বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি। এই ট্রফির আসলটিই জার্মান ফুটবল দল হাতে নিয়েছে চারবার। গ্রুপ পর্ব থেকে সেই দলটিই বিদায় নিল টানা দ্বিতীয়বারের মতোছবি: রয়টার্স

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button