গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেল বিএনপি


বিবিএস নিউজ ডেস্ক: রাজধানীর গোলাপবাগ মাঠে ১০ ডিসেম্বর গণসমাবেশের অনুমতির আশ্বাস দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বিএনপির পক্ষ থেকে শুক্রবার বিকেল ৩টার দিকে জানানো হয়েছে. শনিবার (১০ ডিসেম্বর) গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেয় পুলিশ।
এর আগে গণসমাবেশের জন্য গোলাপবাগ মাঠ চেয়ে বিএনপি ডিএমপির কাছে আবেদন করে।
শুক্রবার বিকেল ৩টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশোর কার্যালয়ে অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাত করে বের হয়ে বিএনপি নেতা ডা. জাহিদ সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, আমরা কমলাপুর স্টেডিয়াম চেয়েছিলাম, কিন্তু সেখানে খেলা চলায় সম্ভব না। পুলিশের কাছে তারপর আমরা গোলাপবাগ মাঠের কথা বলেছিলাম, পুলিশ লিখিতভাবে অনুমতির জন্য আবেদন করতে বলেছিল, আমরা লিখিত আবেদন করেছি তারা অনুমতি দিয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, আমরা এটা আইনগতভাবে মোকাবিলা করবো। আগামীকাল গোলাপবাগে আমাদের সমাবেশ হবে। পুলিশ সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশ্বস্ত করেছে।
এদিকে, এ অবস্থায় বিএনপি কীভাবে সমাবেশ করবে প্রশ্নের জবাবে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘এটা পুলিশের দৈনিন্দন কার্যক্রমের অংশ। আমরা আইনগতভাবে মোকাবিলা করব।’
এর আগে দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেছিলেন, ‘বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৃহস্পতিবার আমাদের বৈঠক হয়। তখন তারা কমলাপুর স্টেডিয়ামের কথা বলেন। কিন্তু আমরা তাদের মিরপুর বাঙলা কলেজ মাঠের কথা বলি। আজকে তারা আবার গোলাপবাগ মাঠের কথা বলেছে। সেটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।