বিনোদন

পর্দায় বাঙালি মায়ের রূপে রাণী মুখার্জি

বিবিএস বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাণী মুখার্জির বলি পাড়াতে অভিষেক হয় ‘গুলাম’ চলচিত্রের মধ্য দিয়ে। তারপর বলিউড বাদশাহ কিং খানের বিপরীতে ‘কুছ কুছ হোতা হে’-তে জুটি বাঁধার পর তার জনপ্রিয়তা ছড়িয়ে পরে সমস্ত বলি পাড়ায়। একাধারে একের পর এক হিট করতে থাকলেন এই অভিনেত্রী। তবে ‘মারদানি’ খ্যাত এই তারকাকে এই বার দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন রূপে।

হাতে শাখা-পলা, কপালে ছোট্ট টিপ। পরনে সাদা ও লাল সুতোর কাজের তাঁতের শাড়ি। সিঁথিতে সিঁদুর। নরওয়ের রাস্তায় দাঁড়িয়ে আছেন রাণী মুখার্জি। ছবিটি প্রকাশে আসতেই প্রশ্ন জাগে দর্শকের মনে। তবে সব প্রশ্নের ইতি টেনে এই অভিনেত্রী জানান এটি তার নতুন মুভির লুক।

অসীমা ছিব্বর পরিচালিত এই ছবির গল্প তুলে ধরা হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। মনীশা আদভানি, মধু ভোজওয়ানি, নিখিল আদভানির যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই চলচ্চিত্র। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে রাণী মুখার্জির লুক। এই চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। ২০২৩ সালের ৩ মার্চ চলচ্চিত্রটি মুক্তি পাবে।

২০১১ সালে নরওয়েতে এক ভারতীয় দম্পতির সন্তানকে তাদের থেকে আলাদা করে দিয়েছিল নরওয়ের ওয়েলফেয়ার সার্ভিস। সেই বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র স্ক্রিপ্ট। সন্তানকে ফিরে পাওয়ার জন্য এক মায়ের সংগ্রামই এই ছবির মূল বিষয়। এক বাঙালি মায়ের চরিত্রে ছবিতে অভিনয় করেছেন রাণী।

রাণী মুখার্জির ৪৩তম জন্মদিনে ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির ঘোষণা হয়েছিল। ছবি প্রসঙ্গে কথা বলে গিয়ে সেই সময় রানী জানিয়েছিলেন, এক মায়ের সংঘর্ষের কাহিনি ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবিতে ফুটিয়ে তোলা হবে। এই ছবিতে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button