বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
বিবিএস নিউজ ডেস্কঃ
অনলাইন নিউজ পোর্টাল দেশ চ্যানেলর তৃতীয় বছর শেষে চতুর্থ বর্ষে পদার্পণ উদযাপন উপলক্ষে যশোরের শার্শায় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টায় উপজেলার উলাশী ইউনিয়নের রামপুর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে দেশ চ্যানেলের শার্শা প্রতিনিধি রহিম খলিলের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের শার্শা থানা সেক্রেটারি এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী ও ছাত্র শিবিরের যশোর জেলা পশ্চিম এর সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যে কিরাত ও হামদ্ নাথ প্রতিযোগীতার আয়োজন করা হয় এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অতিথি ও চ্যাম্পিয়নদের ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর কবির, বিশিষ্ট সমাজ সেবক মিন্টু বিশ্বাস,ওয়ালিদুজ্জামান ওয়ালিসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।