বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাই উপজেলার মডেল মসজিদ ও ইসলামিকসাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১০টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারতলা বিশিষ্ঠ মডেল মসজিদ উদ্বোধন করেন ধম বিষয়ক মন্ত্রাণালয়ের উপদেষ্ঠা ডা. আ ফ ম খালিদ হোসেন।নওগাঁর আত্রেইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১১টায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নিচতলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে উপজেলা নিবাহী অফিসার মোঃ কামাল হোসেনের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন এবং ভাচুয়ালি বক্তব্য রাখেন ধম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রধান অতিথি বলেন,“ এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থানীয় জনগনের ধমীয় ও সাংস্কৃতিক চাহিদা পূরণে গুরুত্বপূণ ভূমিকা রাখবে। এখারে ইসলামের সঠিক শিক্ষা ও সংস্কতি প্রচারের মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।
এই মডেল মসজিদে এক সাথে অনেক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন এবং এতে আধুনিক সকল সুবিধা সংযোজিত হয়েছে। ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামী শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক কাযক্রম পরিচালনার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে এবং এটি ধমীয় ও সামাজিক উন্নয়নে একটি মাইল ফলক হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁ জেলা গণপূত বিভাগের নিবাহী প্রকৌশলী মোঃআল মামুন হক, পুলিশ সুপার মোঃ গাজিউর রহমানপিপিএম জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক মোঃ মারুফ রায়হান নওগাঁ জেলা বিএনপির যুগ্ন- আহ্বায়ক ও আত্রাই থানা বিএনপির সভাপতি শেখ মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন শাখিদার,উপজেলা জামায়েতে ইসলাম আমির ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদি খবিরুল ইসলাম উপজেলা পরিষদের সকণ ইউপি চেয়ারম্যান,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক সহউপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সদস্য সহউপজেলা ইমাম, মোয়াজ্জিমগন উপস্থিতছিলেন।