Oplus_131072
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন
কালকিনি প্রতিনিধি ঃ
মাদারীপুরের কালকিনিতে জেলা প্রশাসনের নির্দেশনা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিস্কার পরিছন্নতা ও পুনরুদ্ধার কর্মসূচীর অংশ হিসাবে উপজেলার বরিশাল খালের কালকিনি অংশে প্রায় ৫০০ মিটার খালের কচুরিপানা পরিস্কার করা হয়।
এসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, চলতি ব্রো মৌসুমে খালের পানি প্রবাহ নিশ্চিত করা লক্ষে খালের কচুরিপানা পরিস্কার করা হয়েছে এবং আসন্ন বর্ষা মৌসুমে মশা- মাছি প্রজননক্ষেত্র তৈরি না করতে পারে।
তাই খাল পরিস্কার পরিছন্নতা কর্মসূচীর নেয়া হয়েছে, আগামীতেও এই কর্মসূচীর অব্যাহত থাকবে।
এসময়ে উপস্থিত ছিলেন, কালকিনি পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ হোসাইন, পৌরসভার সার্বিয়ার মোঃ শাহিনসহ স্থানীয় জনগণ।