বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:::
খাগড়াছড়িতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আরো ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।(১৪ ফেব্রুয়ারি) রাত থেকে শুরু হওয়া অভিযান চলাকালে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
অপারেশন “ডেভিল হান্ট”-এ অদ্য ১৪/০২/২০২৫ তারিখ খাগড়াছড়ি জেলা পুলিশ কর্তৃক গ্রেফতার।
খাগড়াছড়ি থানাঃ
১। মোঃ মোস্তফা (২৮), পিতা-মৃত আব্দুস সামাদ, মাতা-মৃত সামসুন নাহার, সাং-আদর্শপাড়া, পূর্ব শালবন, ৬নং ওয়ার্ড, খাগড়াছড়ি পৌরসভা, থানা- খাগড়াছড়ি সদর, জেলা- খাগড়াছড়ি পার্বত্য জেলা।
২। মোঃ আশরাফুল নাঈম(২৮),পিতা-মৃত রোস্তম আলী,মাতা-মৃত কুলছুম বিবি,সাং-উল্টাছড়ি,০৫ নং ওয়ার্ড,থানা-পানছড়ি, জেলা- খাগড়াছড়ি পার্বত্য জেলা, বর্তমানে সাং-খাগড়াছড়ি নিচের বাজার, ইসহাক সাহেবের বাড়ী ভাড়াটিয়া, থানা- খাগড়াছড়ি সদর, জেলা- খাগড়াছড়ি পার্বত্য জেলা।
পানছড়ি থানাধীন উল্টাছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি।
মহালছড়ি থানাঃ১। মোঃ জাহাঙ্গীর আলম জুলহাস(৩৬), পিতা- মোঃ নজরুল ইসলাম, মাতা- মোছাঃ জুলেখা খাতুন, সাং- পাকিজাছড়ি, ০৬নং ওয়ার্ড, ০৪নং মাইসছড়ি ইউপি, থানা- মহালছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মহালছড়ি থানাধীন ০৬নং ওয়ার্ড যুবলীগের সদস্য।
পানছড়ি থানাঃ ১। বিজয় ত্রিপুরা (২৮), পিতা- রজেন্দ্র ত্রিপুরা, মাতা- চকপে লক্ষী ত্রিপুরা, সাং- মরাটিলা, ০৭নং ওয়ার্ড, ০৫নং উল্টাছড়ি ইউপি, থানা- পানছড়ি, জেলা- খাগড়াছড়ি।
পানছড়ি থানাধীন উল্টাছড়ি ইউনিয়ন ছাত্রলীগের
সহ-সভাপতি।
মাটিরাঙা থানাঃ১। ওসমান গনি (২১) পিতা-আবুল কাশেম, সাং-চক্রপাড়া, মাটিরাঙ্গা পৌরসভা, থানা- মাটিরাঙ্গা, জেলা- খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি।
মানিকছড়ি থানাঃ১। মোঃ রুস্তম আলী (৫৯), পিতা-মৃত আফছার উদ্দিন হাওলাদার, মাতা-মৃত ছালেহা বিবি, সাং-ঢাকাইয়া শিবির, ৯নং ওয়ার্ড, ২নং বাটনাতলী ইউপি, থানা-মানিকছড়ি, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মানিকছড়ি থানাধীন ০২ নং বাটনাতলী ইউনিয়নের আওয়ামীলীগের সক্রিয়কর্মী।
লক্ষীছড়ি থানাঃ ১। মোঃ বাবুল ইসলাম (৫৫), পিতা-মৃত মতিউর রহমান ফকির, মাতা-জোবেদা বেগম, স্থায়ী সাং-লক্ষীছড়ি গুচ্ছগ্রাম, থানা-লক্ষীছড়ি, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলা, বর্তমান সাং-জুর্গাছড়ি পশ্চিম পাড়া, ০২নং ওয়ার্ড, ০১নং লক্ষীছড়ি ইউপি, থানা-লক্ষীছড়ি, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলা।
লক্ষীছড়ি উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক।
গুইমারা থানাঃ ১। মোঃ নুরুল ইসলাম (৫০), পিতা-মৃত আনুমিয়া, মাতা-মৃত সাহেরা বেগম, সাং- মুসলিমপাড়া, ৫নং ওয়ার্ড, ১নং গুইমারা ইউপি, থানা-গুইমারা, জেলা-খাগড়াছড়ি।
গুইমারা থানাধীন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি।
২। মোঃ আল আমিন তালুকদার (৪১), পিতা-পনু তালুকদার, মাতা-মৃত হাসিনা বেগম, সাং-হাতিমুড়া, ৩নং ওয়ার্ড, ২নং হাফছড়ি ইউপি, থানা-গুইমারা, জেলা-খাগড়াছড়ি।
গুইমারা থানাধীন ৩নং ওয়ার্ড যুবলীগের সদস্য।
পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, খাগড়াছড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে পুলিশ দিন-রাত অভিযান চালাচ্ছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে এবং গ্রেফতারের জন্য অভিযান চলবে।