বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:::
অদ্য ৯ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রি: দুপুর ০৩:০০ ঘটিকায় খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জানুয়ারি/২০২৫ খ্রিঃ মাসের আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মাসিক অপরাধ পর্যালচনা সভায় খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ খাগড়াছড়ি জেলার সকল ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন, মাদক-উদ্ধার, পরোয়ানা ভুক্ত আসামী গ্রেফতার এবং চোরাচালান রোধে করনীয় বিষয় সংক্রান্তে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। পুলিশ সুপার অপরাধ সভায় জেলার সকল অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে নতুন বাংলাদেশে মাদক, চোরাচালান, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে তৎপরতার সহিত পুলিশিং কার্যক্রম করার নির্দেশ দেন। সম্পত্তি সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে দ্রুততম সময়ে প্রকৃত জড়িত আসামীদের গ্রেফতার সহ লুন্ঠিত বা চোরাইকৃত সম্পত্তির দ্রুততম সময়ে উদ্ধারের জন্য গুরুত্ব আরোপ করেন। কোন ঘটনায় নিরীহ কোন ব্যাক্তি যেন হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখার জন্য সকল সার্কেল অফিসার, সকল অফিসার ইনচার্জ ও সকল ফাঁড়ী ইনচার্জদের জোর নির্দেশনা প্রদান করেন।
অতঃপর পুলিশ সুপার অপরাধ সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে গত মাসের অপরাধ, তদন্ত ও সংশ্লিষ্ট বিষয়ক পর্যালোচনা সভা সমাপ্ত করেন।