বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সংম্মেলন চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন চুনারুঘাটের গাজীপুর ছাত্রদল এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শার্শা বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পোরশায় ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন শার্শায় সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশাকে ফুলেল সম্বর্ধনা খাগড়াছড়ি জেলা ব্যাপ্টিষ্ট চার্চ ফেলোশীপের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শার্শার লক্ষণপুরে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বেনাপোল সীমান্তে ক্যান্সারে আক্রান্ত শিশু সাঈদের মৃত্যু নড়াইলে শিশু ধর্ষণের চেষ্টা মামলার আসামি ২ ঘন্টার মধ্যে আটক

গোদাগাড়ীতে ছাগল বাধা কে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন

Reporter Name / ৩৩ Time View
Update Time : বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

গোদাগাড়ী রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে জায়গা-জমির বিরোধ ও ছাগল বাধা কে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা সেলিম রেজা(৪৬) নিহত হয়েছে।

গত সোমবার (১০ ফেব্রুয়ারি) আনুমানিক বিকাল ৪ টার দিকে গোদাগাড়ী উপজেলার ৬ নং মাটিকাটা ইউনিয়নের হরিশংকরপুর গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন আক্তার মাসু ১২ জনকে আসামি করে গোদাগাড়ী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহতের স্ত্রী শারমিন আক্তার মাসু জানান, সোমবার বিকাল ৪ টার দিকে উক্ত আসামীরা দলবদ্ধ হয়ে আমার বসতবাড়ীতে এসে আমাকে এবং আমার স্বামী সেলিম রেজা ও আমার ছেলে মোঃ ইয়াকুব আলী কে বাশের লাঠি, কাঠের মাটাম, লোহার রড ও শাবল দিয়ে অনেক মারধর করে এবং বসত-বাড়ীর জায়গা ছেড়ে দিয়ে চলে যেতে বলে আর যদি বসত-বাড়ী ছেড়ে না যাই তাহলে বাড়ী-ঘর ভেঙ্গে ফেলাসহ হত্যার হুমকি দিয়ে চলে যায়।

এরপর ১১ ফেব্রুয়ারি বিকালে, আবারও একই দল লাঠিসোঠা নিয়ে আমার বাড়িতে হামলা চালায় এবং ঘরবাড়ি ভাঙচুর শুরু করে। বাধা দিতে গেলে হামলাকারীরা আমাদের ওপর লাঠি, রড ও বাইলোট দিয়ে আঘাত করে। এক পর্যায়ে আমার স্বামী সেলিম রেজা দৌড়ে রাস্তায় পালানোর চেষ্টা করলে আসামিরা লোহার শাবল দিয়ে তার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে প্রেমতলী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, তার পরে শারীরিক অবস্থা অবনতি হলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ১২ ফেব্রুয়ারি ভোরে সেলিম রেজা মারা যান।

স্থানীয় বাসিন্দারা জানান, নিহত সেলিম রেজার সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। তবে হত্যার মতো ঘটনা পুরো গ্রামবাসীকে হতবাক করেছে।

এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, “ এই বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *