বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ
যশোরের চৌগাছায় মোটরসাইকেল চুরির পর ধাওয়া দিয়ে আকতার (৩২) নামের এক চোরকে আটক করে গনধোলাই দেওয়া হয়েছে। গনধোলাই দেওয়ার পর তাকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনসাধারণ।
গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পৌর শহরের বাকপাড়া থেকে মোটরসাইকেলটি চুরি হয়।
আটককৃত আকতার পাশ্ববর্তী থানা ঝিকরগাছার শেয়ালকোটা এলাকার মোফাজ্জেল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাকপাড়ার সাইফুল ইসলাম বাবুর বাড়ি থেকে তার হিরো মোটরসাইকেলটি (যার নং যশোর-হ ২১৭৯০৯) চুরি করে চোর। বুঝতে পেরে তার ডাকে স্থানীয় কয়েকজন চোরকে মোটরসাইকেল যোগে ধাওয়া করে। বাকপাড়া রোড থেকে চুরি করা মোটরসাইকেলটি নিয়ে চৌগাছা ব্রীজের সামনে গেলে সেখানে মোটরসাইকেলটি ফেলে প্রান বাচাতে দৌড় দেয় সে। এরপর তাকে ধাওয়া করলে কপোতাক্ষ নদে ঝাপ দেয় চোর। পরে তাকে আটক করতে সক্ষম হয় জনগন। এসময় উত্তম-মধ্যম দিয়ে তাকে থানায় দেওয়া হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে।