বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গোগা ইউনিয়ন শাখার আয়োজনে কর্মি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে গোগা এলাকায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মি প্রশিক্ষণে এসময় জামায়াতে ইসলামীর গোগা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩ শতাধিক কর্মি অংশ গ্রহণ করেন।দিন ব্যাপী এ প্রশিক্ষনে ইসলামী আন্দোলনের কর্মিদের ত্যাগ, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়।
গোগা ইউনিয়ন জামায়াতের আমির মাও. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাও.মিজানুর রহমানের সঞ্চালনায় কর্মশালার আলোচনায় অংশ নেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাও.রেজাউল করিম ও শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।
এসময় উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ, গোগা ইউনিয়ন জামায়াতের টিম সদস্য-মাও.আব্দুল কাদের, আলহাজ্ব ডা: নুরুল হক,সাবেক চেয়ারম্যান-আউব আলী,সাবেক মেম্বর আব্দুল ওয়াদুদ, সুপার আউব আলী,দেলোয়ার হোসেন,আশিক, বাইজিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।