বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ
যশোরে ডেভিল হ্যান্টের অভিযানে ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন আ.লীগের সা.সম্পাদক সহ ১৬ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। তাদেরমধ্যে আওয়ামীলীগের ছয় নেতাকর্মী রয়েছেন যাদেরকে নাশকতা ও বিস্ফোরক মামলায় আটক দেখানো হয়েছে। আটককৃতরা আওয়ামীলীগের নেতাকর্মীরা হলেন, শার্শার ডিহি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, যশোর সদর উপজেলার ইছালী মথুরাপুর গ্রামের আব্দুস সবুরের ছেলে সাইফুল ইসলাম, বাঘারপাড়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইসমাইল শেখের ছেলে শরিফুল ইসলাম, ঝিকরগাছার বালিয়া গ্রামের শাহাজান গাজীর ছেলে শরিফুল ইসলাম,শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল করিমের ছেলে আদম শফউল্লাহ ও বারাকপুর গ্রামের সায়েদ আলীর ছেলে শহিদুল ইসলাম। তাদেরমধ্যে কোতোয়ালি থানার একজন, ঝিকরগাছার তিনজন, বাঘারপাড়ার একজন ও শার্শার একজন।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে সেমাপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নূর-ই-আলম সিদ্দিকি জানান, জেলা জুড়ে ডেভিল হান্টের অভিযানে ১৬ জনকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তিনি আরও বলেন, ডেভিল হান্টের অভিযানে শুধু মাত্র নাশকতা কিংবা বিস্ফোরক মামলার আসামিরা আটক হবেন এমনটি না। মুলত যারা চাঞ্চল্যকর অপরাধী, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী মুলক কর্মকান্ডের সাথে জড়িত তাদেরকেও এ অভিযানে আটক করা হচ্ছে। দুইদিনে মোট ৩২ জনকে আটক করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।