বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:::
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য অঞ্চলের কৃষি অর্থনীতির ব্যাপক উন্নয়নে কফি, কাজু বাদাম এবং ইক্ষু চাষের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি এর মাধ্যমে পার্বত্য এলাকার উন্নয়নের প্রতি আশাবাদ ব্যক্ত করেন এবং পরিবেশ রক্ষায় বন উজাড় বন্ধের আহ্বান জানান।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির সাথে মতবিনিময়কালে তিনি বলেন, ‘‘কৃষি খাতে উদ্ভাবনী পরিবর্তন এবং স্থানীয় অর্থনীতির জন্য এসব কৃষিপণ্য চাষের সম্ভাবনা রয়েছে।’’
উপদেষ্টা আরও বলেন, ‘‘বনের কাঠ ব্রিকফিলে পাচার হচ্ছে, যা পরিবেশের জন্য হুমকি। বন বিভাগসহ জেলা প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। সেগুন গাছ লাগানো বন্ধ করে পাহাড়ে বাঁশ লাগানো উচিত, যাতে পাহাড়ের পানি ধারণ করতে পারে এবং বন্যা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে।’’
এছাড়াও তিনি স্থানীয় জনগণের কাছে বাঁশ সংরক্ষণে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন।
সুপ্রদীপ চাকমা খাগড়াছড়ির শিক্ষাব্যবস্থায় মানোন্নয়নের উপরও গুরুত্ব দেন। তিনি বলেন, ‘‘পাহাড়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হলে স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বাড়বে এবং উন্নয়ন সম্ভব হবে।’’ এছাড়াও তিনি লোক দেখানো কোনো কাজ না করার এবং জনগণের মন জয় করার গুরুত্বের কথা উল্লেখ করেন। ‘‘জনগণের প্রতি আস্থা তৈরি করতে হবে, কারণ আমি চিরকাল এখানে থাকব না,’’ বলেন তিনি।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তার বক্তব্যে প্রকল্প পরিকল্পনাকে আরও স্পেসেফিক করার আহ্বান জানান। ‘‘প্রকল্পের বাজেট গ্রহণের পূর্বে পরিকল্পনা হওয়া উচিত। আমি কোয়ালিটি সম্পন্ন সকল কিছু চাই, যাতে পর্যটকরা ময়লা না ফেলেন।’’ তিনি বলেন, ‘‘ট্যুরিজমের উন্নতি হলেও তার সাথে পরিচ্ছন্নতা রক্ষা করা জরুরি।’’
এদিনের সভায় খাগড়াছড়ি সদর উপজেলার সম্প্রসারিত প্রশাসনিক ভবন এবং হলরুমের উদ্বোধন করেন সুপ্রদীপ চাকমা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, খাগড়াছড়ি সদর কর্তৃক বাস্তবায়িত এই প্রকল্পটি স্থানীয় প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকরী করবে। এর পাশাপাশি, ২০২৫ সালে ‘‘তারুণ্যের উৎসব’’ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসন যৌথভাবে প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫ শুরু করে।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের, বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্যসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।
এছাড়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ জাহিদ হাসানও বক্তব্য রাখেন। তারা সকলেই স্থানীয় উন্নয়ন এবং পরিবেশ রক্ষা বিষয়ে তাদের মতামত প্রদান করেন।