বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
বুধবার ১২ ফেব্রুয়ারি বিকালে খাগড়াছড়ি জেলার
মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে আসেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
জিরুনা ত্রিপুরা বলেন- আমি খাগড়াছড়ি বাসির জন্য কাজ করে যাচ্ছি, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।আমরা সকল ধর্মের মানুষ এক সাথে পার্বত্য এলাকায় বসবাস করি।এই মাদ্রাসায় শিক্ষাব্যবস্থা দ্রুত চালু হবে এবং শিক্ষাকার্যক্রম চলবে বলে বিশ্বাস করি।আমাদের খাগড়াছড়ি জেলাপরিষদের পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান দিচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য অধ্যাপক প্রশান্ত কুমার ত্রিপুরা, এড. মনজিলা সুলতানা ঝুমা, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এম মনজুর আলম, সাংবাদিক ও মাদ্রাসা পরিচালনা কমিটিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।