বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
বেনাপোল প্রতিনিধি: যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশক্রমে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া এর দিক নির্দেশনায় এসআই (নিঃ)/ পবিত্র বিশ্বাস, এসআই (নিঃ)/ মোস্তাফিজুর রহমান ও এএসআই (নিঃ) কাজী জাহিদুল ইসলাম, এএসআই (নিঃ)/ সাজেদুর রহমান, এএসআই (নিঃ) আইয়ুব আলী সহ ফোর্সের সহায়তায় ১০ মার্চে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন স্হানে অভিযান পরিচালনা করে জিআর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মোঃ রহমত আলী (৩৩), পিতা-অহেদ আলী সরদার, সাং-ভবেরবেড় (মধ্যপাড়া), মেছের আলী (৫৫), পিতা-মৃত নুর হোসেন, সাং-পোড়াবাড়ি, মোঃ রাজু (২৬), পিতা-মোঃ মফিজুর রহমান মফিজ, মাতা-জুলেখা বেগম, সাং-ভবেরবেড় পশ্চিমপাড়া, মোঃ হৃদয় হাসান (২১), পিতা-মোঃ নুর ইসলাম, সাং-রঘুনাথপুর (পাতার মাঠ পশ্চিমপাড়া), মোসলেম মোড়ল(৪৫), পিতা-মৃত মহর আলী মোড়ল, সাং-মানকিয়া, আতুয়ারা বেগম (৪০) স্বামী-মোসলেম মোড়ল, সাং-মানকিয়া, ইউপি-বাহাদুরপুর, থানা-বেনাপোল পোর্ট, মো: রফিকুল ইসলাম(৪৫) পিতা মো:ফরমান আলী সাং ধান্যখোলা থানা বেনাপোল পোর্ট সবজেল যশোর এবং নিয়মিত মামলার আসামী আসলাম বিশ্বাস (৩৯), পিতা-মৃত আনেজ বিশ্বাস, মাতা-হালিমা বেগম, মোঃ সিদ্দিক বিশ্বাস (২৪), পিতা-নূর ইসলাম বিশ্বাস, মাতা-নাজমা, রুমা বেগম (৩২), পিতা-মনির হোসেন পটোয়ারী, মাতা-সুফিয়া, শাহানাজ বেগম (৩৬), স্বামী-আসলাম বিশ্বাস, মাতা-মেরিনা, সর্ব সাং-পাঁচ কাউনিয়া, থানা-কালিয়া, জেলা-নড়াইল, হাসমত শরীফ (৩৬), পিতা-খবির শরীফ, মাতা-ছবুরন বেগম, সাং-লস্করপুর, থানা-তেরখাদা, জেলা-খুলনা, মোঃ তোতা মোল্লা (৫৩), পিতা-ওসমান গনি, মাতা-অলেকা বেগম, সাং- মাধবপাশা, থানা-কালিয়া, জেলা-নড়াইলদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অভিযানে ৪ কেজি গাজা সহ ১৩ জন গ্রেফতার
পৃথক অভিযানে, বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বেনাপোল পোর্ট থানার বড় আচঁড়া গ্রামস্থ স্থলবন্দর আর্ন্তজাতিক বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে একটি নেভিব্লু রংয়ের কাধে ঝুলানো স্কুল ব্যাগের মধ্যে খাকি রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো ০২ (দুই) প্যাকেটে সর্বমোট ০৪ (চার) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
উক্ত বিষয়ে অজ্ঞাতনামা পলাতক ২/৩ জন আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।