বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
রিপোর্ট : ইমাম বিমান
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তিন দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একজনকে ৭ দিনের কারাদণ্ড একই সাথে ২ শত টাকা আর্থিক জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঝালকাঠি সদর উপজেলা সহকারী কমিশনার সাইফুল ইসলাম। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.আরিফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত কাওসার সিকদার শহরের কৃষ্ণকাঠি এলাকার সৈয়দ আলী সিকদারের ছেলে।
এ বিষয় দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর জেলা
কার্যালয়ের সহকারী পরিচালক মো.আরিফ হোসেন বলেন, অভিযোগ পেয়ে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দুদকের একটি টিম অভিযান চালায়। পরে পাসপোর্ট অফিসের সামনে পাসপোর্ট করে দেবার শর্তে দুদক কর্মকর্তাদের কাছ থেকে ১২ হাজার টাকা দাবি করেন স্থানীয় কম্পিউটার দোকান ব্যবসায়ী কাওসার। পরে তাকে হাতেনাতে ধরা হয়। একই সাথে পাসপোর্ট অফিসে কর্মরত মোঃ নাজমুল হেড ক্লার্ক ( বড় বাবু) কম্পিউটার অপারেটর আনোয়ারুল আজীম ও কম্পিউটার অপারেট গোপাল চন্দ্র বিশ্বাস সহ তিনজন আনসার সদস্য নজরুল, আছানুর ও মামুনদের সাথে দালাল চক্রের সম্পৃক্ততা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে দালাল চক্র সহ একে অপরের সাথে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ প্রমান পাওয়ায় যথাযথ কতৃপক্ষকে জানানো হবে। এবং তাদের যথাযথ কতৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন। এসময় সন্দেহ ভাজন আরও দুজনকে আটক করা হলে তাদের দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয় সহকারী কমিশনার সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে দুদকের একটি টিম অভিযান চালায়। পরে তিনজনকে হাতেনাতে আটক করে। পরে একজনক ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২ শত টাকা জরিমানা করা হয়েছে। বাকি দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ সময় পাসপোর্ট অফিসে দায়িত্বরত তিনজন আনসার সদস্য এবং কর্মরত তিনজন কর্মচারীদের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ বিষয় কি কোন ব্যবস্থা গ্রহন করা হবে ? জানতে চাওয়া হলে তিনি জানান, তাদের বিষয়টি যথাযথ কতৃপক্ষকে জানানো হবে তারাই তাদের ব্যবস্থা গ্রহন করবেন।