বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে জনতার ঢল।
খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে বক্তারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবী জানিয়ে বলেন, একটি দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। ছাত্র-জনতার আন্দোলনের ফসল হাইজ্যাক করার ষড়যন্ত্র করছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষনা হয়নি, অথচ প্রার্থী ঘোষনা করছে।
মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি পৌর শাপলা চত্বরে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে- সমাবেশে প্রধান অতিথি ছিলেন –
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের সহনীয় পর্যায়ে রাখা,আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে খাগড়াছড়িতে আয়োজিত জনসভায় বক্তারা এসব কথা বলেন নেতৃবৃন্দরা।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারন সম্পাদক এম এন আবছার,সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা ও খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী।
প্রধান অতিথি বলেন- ফাসিষ্ট স্বেরাচারী সরকারের কাছ থেকে পাহাড়ি-বাঙালি সকলে নির্যাতিত হয়েছে। কেউ রক্ষা পায়নি। তিনি তারেক জিয়ার ৩১দফা বাস্তবায়নে সকল নেতা কর্মীদের কাজ করার আহ্বান জানান।
খাগড়াছড়ি জেলা বিএনপির পক্ষ থেকে সমাবেশে বক্তব্য রাখেন-
জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, এডভোকেট আব্দুল মালেক মিন্ট, মোশারফ হোসেন,অনিমেষ চাকমা রিংকু,সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ,জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুলল্লাহ আল নোমান সাগর।