বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি :: আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়রী ) বিদ্যালয়ের দাতা সদস্য নজিবুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চানালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরসরাই ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি রেজাউল করিম, সদস্য জিয়াউর রহমান। বিদ্যালয় প্রতিষ্ঠাতার কন্যা সাহানা বেগম,গুলশান আনাম, প্রতিষ্ঠাতা দাতা সদস্য রোকসানা বেগম, শিক্ষানুরাগী রিজভী রহমান রেজাউল করিম বাদল, বড়তাকিয়া নিউজের উপদেষ্টা ইঞ্জিনিয়ার নুরুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান (স্বপন), সহকারী শিক্ষিকা বিন্দা রানী বণিক, কবিতা চক্রবর্তী,
অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক স্বপন চক্রবর্তী,ফারুক হোসেন সাইফুর ইসলাম প্রমুখ
বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, জনপ্রতিনিধি সহ গণমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
এসময় প্রধান অতিথি বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।
ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, মারবেল দৌড়, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো, বালিশ খেলা, নাচ, অভিনয়, গান, কবিতা,প্রতিযোগিতা শেষে টোটাল ১৪০ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।