বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
শারমিন সরকার বৃষ্টি ,খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও নারীদের সম্মাননা প্রদান করা হয়। শনিবার সকালে খাগড়াছড়ি জেলা সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আলোচনা সভা ও অদম্য কীর্তিময়ী নারীদের সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভায় খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুস্মিতা খীসা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ.বি.এম. ইফতেখারুল ইসলাম খন্দকার।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল, খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা। আলোচনা সভা শেষে ৬ ক্যাটাগরিতে ৬ জন নারীকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
অপর দিকে-আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে খাগড়াছড়ি জেলা মহিলা দল।
শনিবার (৮ মার্চ) দুপুরে শহরের টাউন হল মাঠ থেকে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথীর নেতৃত্বে জেলা মহিলা দলের উদ্যোগে একটি বর্ণিল র্যালি বের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন – খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার ও সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমাসহ জেলা ও উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ।