বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
জমি সংক্রান্ত বিরোধের জেরে আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে ও কারণ দর্শনের নোটিশ থাকা সত্ত্বেও বিরোধপূর্ণ সম্পত্তিতে রাতের আঁধারে টিনের বেরা দিয়ে দখল দিয়েছে স্থানীয় ভূমিদস্যু সন্ত্রাসীরা।থানায় অভিযোগপত্র দায়ের।
সূত্রে জানা যায় গত ২৩ নভেম্বর গভীর রাত ২/৩ টার দিকে বরিশাল নগরীর ২৩ নং ওয়াড দক্ষিণ সাগরদী টিয়াখালি পোল সংলগ্ন মোঃ আনোয়ার হোসেন গং দের নিজ দখলীয় ৯৯.১/২ শতাংশ জমি জাহার এস এ খতিয়ান নং-১১৫৯ দাগ নং- ১৮৩৫,১৮৩৮,১৮৩৯,ভোগ দখলীয় দাগ নং ১৮৩৯, দলিল মূলে ক্রয়কৃত সম্পত্তির মালিক ৫৬ বছর ধরে দখল কৃত জমিতে স্থানীয় আওয়ামীলীগ নেতা ও ভূমি দস্যু নাঈম হোসেন কালু এর নেএীতে মোহাম্মদ আমিন হোসেন মিঠু,নিতাই,মতি,ইউনুস, নিরব সহ অজ্ঞাতনামা ৪০/৫০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে রাতের আঁধারে ৯০ শতাংশ জমির উপরে টিনের বেরা লাগিয়ে দখল করে একটি সাইনবোর্ড টানিয়ে দেয়।https://bbsnews24.com
এর আগেও জোরপূর্বক আ’লীগ সরকার থাকাকালীন সাদেক আব্দুল্লাহর দাপট দেখিয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে দখল বাণিজ্য শুরু করে।এ বিষয়ে আমি বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ পত্র ডায়ের করি তখন পুলিশ ঘটনা স্থলে গিয়ে তাকে দখল বাণিজ্য না করার জন্য নিষেধ করেন।কিন্তু আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর কালুর নামে কোন মামলা না থাকায় এলাকা দাপিয়ে বেড়াচ্ছে এবং আমাদেরকে প্রতিনিয়ত হয়রানি করছে।
এমত অবস্থায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ঘটনাস্থলে মোহাম্মদ আনোয়ার হোসেন গং এসে টিন দিয়ে বেড়া ও অবৈধভাবে জমি দখল করতে অনুরোধ করেন কিন্তু তাদের কথার কোন রকম কর্ণপাত না করে তাদেরকে অকাথ্য ভাষায় গালাগালি করেন এবং বলেন পরবর্তীতে আসলে তাদের পিটিয়ে হত্যা করে নদীতে ভাসিয়ে দিবেন।মোঃ আনোয়ার হোসেন
গং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করেন জাহার নং- ৯০২/২০২৪। বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রদান করে । কিন্তু বিবাদী কালু আদালতের আদেশ অমান্য করে ইচ্ছে মত ৯০ শতাংশ জমির উপর টিনদিয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে দখল দিয়েছে । এ বিষয়ে মোহাম্মদ আনোয়ার হোসেন আরো জানান, শেখ হাসিনা সরকার পতন হওয়ার পরে কালু বেপরোয়া হয়ে উঠেছে।শেখ হাসিনা সরকার পতনের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে একাধিক ভূমিকা রেখে গেছেন, নিরীহ ছাত্রদের উপর ধারালো অস্ত্র দিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে কালু কিন্তু অদৃশ্য শক্তির ইশারায় তার নামে মামলা না থাকায় এলাকার যত সন্ত্রাসী কর্মকাণ্ড ও জমি দখল সবই করে যাচ্ছেন কালু।
তিনি আরও বলেন আমার আদালতের নিষেধাজ্ঞা রয়েছে এবং মামলা চলমান কিন্তু কোন কথাই আমলে না নিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পরবর্তীতে সন্ত্রাসী বাহিনী দিয়ে পাহাড়া বসিয়ে আমার জমি দখল করে রেখেছে । এর আগেও কালু আমার লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। এলাকায় বাসি জানান মূল সম্পত্তি মো: আনোয়ার হোসেন গাং দের ক্রয় কৃত ভোগ দখলিও সম্পত্তি যুগ যুগ ধরে ধরে ভোগ করছে তারা। কালু এর জ্বালায় অতিষ্ট ও দিশেহারা হয়ে পড়ছে মোঃ আনোয়ার হোসেন গাং ।
আদালতকে সম্মান জানিয়ে সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচার ও নিজ ভোগদখলিও সম্পত্তি ফিরে পেতে মাননীয় আদালতের প্রতি শ্রদ্ধাশীল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তারা।