বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
যশোরের শার্শায় জামায়াতে ইসলামি ওলামা বিভাগের উদ্যোগে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সকালে নাভারন দারুল আমান ট্রাস্ট্রে এ ওলামা সম্মেলন অনু্ষ্ঠিত হয়।
শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসানের সভাপতিত্বে উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্র নির্বাহী পরিষদে সদস্য মোবারক হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
শার্শায় জামায়াতের উদ্যোগে ওলামা সম্মেলন অনুষ্ঠিত
এ সময় জামায়াতের যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান,শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, সাংগঠনিক সেক্রেটারি জাহাঙ্গীর আলম, শার্শা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নূর মোহাম্মদ জিহাদী, শার্শা উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবু ইয়াহিয়া সহ উপজেলা থেকে আগে ওলামা বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।