বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কর্তৃক আয়োজিত ‘বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ ও ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৫ উদযাপন উপলক্ষে ঢাকার রমানাস্থ্য ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেমিনার হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের-এ -বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ।
বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির প্রফেসর ড.এম এ সাত্তার।
সাহসী সাংবাদিকতা, সাংগঠনিক দক্ষতা, নির্যাতিত সাংবাদিকের পাশে থেকে অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে বিশেষ অবদান রাখায় অনুসন্ধান মূলক জাতীয় পত্রিকা দৈনিক প্রাইভেট ডিটেকটিভ এর ক্রাইম রিপোর্টার ও বাংলাদেশ সমাচার ও স্থানীয় দৈনিক যশোর পত্রিকার সাংবাদিক বিল্লাল হুসাইন কে বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড সম্মাননা প্রদান করা হয়েছে।
সকাল থেকে সারাদেশের বিভাগ,জেলা,উপজেলার সাংবাদিকদের আগমনে তৈরি হয় আনন্দ ঘন মিলন মেলা, সকলকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়ার পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে জাতীয় সংগীত, সকল বিদায়ী সাংবাদিকের রুহের মাগফেরাত কামনা, ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা,আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমগ্র বাংলাদেশ থেকে আসা সংগঠনের শত শত সাংবাদিকদের উপস্থিতিতে মানবিক কর্মকাণ্ড, সমাজসেবা, সাংবাদিকদের বিপদের মুহূর্তে পাশে থাকা, মানবাধিকার বাস্তবায়ন, শিক্ষা ক্ষেত্র, সাংগঠনিক দক্ষতা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য নির্বাচিত সাংবাদিকদের ‘বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪” প্রদান করা হয়।
সম্মাননা প্রদানের পাশাপাশি আয়োজনটিতে সারাদেশের সাংবাদিকদের এবং তাদের পরিবার সহ মানবসেবায় বিশেষ অবদান রাখা রক্তযোদ্ধাদের ইন্টার সিটি ব্লাড ডোনেশন ও খুলনা ব্লাড ফাইটার্স কে সম্মাননা জানানো হয়েছে। গণমাধ্যম, শিক্ষা, সামাজিক- সাংস্কৃতিক সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বহু গুনে গুণান্বিত ব্যাক্তিত্ব শের -এ -বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ কে বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান বলেন, বাংলাদেশের মফস্বলে সাংবাদিকদের উপর হামলা-মিথ্যা মামলা, হুমকি, সাংবাদিকদের এবং তাদের পরিবারের চিকিৎসা, রক্তের প্রয়োজন, বিপদের মুহূর্তে পাশে থাকা, বন্যাসহ দেশের প্রাকৃতিক দূর্যোগে নিবেদিত হয়ে কাজ করছে আমাদের এই সংগঠন। সাংবাদিকদের ঐক্যবদ্ধতায় বিগত ৪টি বছর রাত-দিন নিরলস ভাবে কঠোর পরিশ্রম করে চলেছি আমি এবং আমাদের সংগঠনের সহযোদ্ধারা। সারাদেশে এমন বহু কর্মসূচী সফলভাবে সম্পন্নও হয়েছে। আজ সেইসব পরিশ্রম আর অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান ও শত শত সাংবাদিকদের মিলনমেলায় এই অনুষ্ঠানটি সফল হয়েছে। কার্যনির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কমিটি, বিভাগ-জেলা ও উপজেলা নেতৃবৃন্দ সাংবাদিকদের উপস্থিতিতে মিলনমেলার নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।
দুপুরের মধ্যাহ্ন ভোজের পর ফটোসেশান, আনন্দ উল্লাস,মনঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাত ০৮:৩০ মিনিটের দিকে আনুষ্ঠানের সমাপ্তি হয়।